ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১৮ ট্রেন দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ সময় ট্রেনের কয়েকটি বগিতে আগুন লেগে ২৬৮ যাত্রী আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানান।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ফ্রি স্টেট প্রদেশের ক্রুনস্টাড শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগিতে আগুন জ্বলছে।

পাশে উল্টে পড়ে থাকা একটি ট্রাকও দেখা যায়।

‘মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছে না’ সংবাদ মাধ্যমকে এভাবেই জানান ফ্রি স্টেট স্বাস্থ্য বিভাগের মুখপাত্র।

দেশটির যোগাযোগমন্ত্রী জোয়ে মাসওয়াংগানি বলেন, ‘ট্রাকটি দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ’

ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানান এক যাত্রী।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।