ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকটে পাশে থাকায় ওআইসিকে বাংলাদেশের ধন্যবাদ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
রোহিঙ্গা সংকটে পাশে থাকায় ওআইসিকে বাংলাদেশের ধন্যবাদ  বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) রাষ্ট্রগুলোর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী রাইসিনা ডায়ালগে অংশ নিতে বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।  

বুধবার (১৭ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ওআইসিভুক্ত দেশগুলোর নতুন দিল্লিভিত্তিক রাষ্ট্রদূতদের সম্মানে হাইকমিশনে নৈশভোজের আয়োজন করেন।

সেখানে মাহমুদ আলী বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে ওআইসিভুক্ত রাষ্ট্রগুলো দাঁড়িয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিয়ে তারা সহযোগিতা করেছে। এ সহযোগিতার জন্য ওআইসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে ওআইসিভুক্ত রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।  

চলতি বছরের মে মাসে ওআইসি কাউন্সিলের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে ওআইসি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী অধীর হয়ে অপেক্ষা করছেন বলে জানান।

এসময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।