ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হতে মোটেই আগ্রহী নন অপরাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
প্রেসিডেন্ট হতে মোটেই আগ্রহী নন অপরাহ অপরাহ উইনফ্রে। ফাইল ছবি

আমেরিকাজুড়ে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্য রীতিমতো দিওয়ানা। কিন্তু স্বয়ং অপরাহ উইনফ্রের তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। সেকথাই বলে দিয়েছেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় টিভি সেলিব্রেটি বলে বিবেচিত এই নারী আইডল।

বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট পদে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার জল্পনায় জল ঢেলে দিয়ে অপরাহ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট হবার মতো উপযুক্ত ‘ডিএনএ’ তার নেই।

যুক্তরাষ্ট্রের ইনস্টাইল (InStyle) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন এই সর্বজননন্দিত এই সেলিব্রেটি।

‘ইনস্টাইল’-কে তিনি আরও বলেন, ‘‘আমি কি করতে পারি আর কি করতে পারি না, সে ব্যাপারে আমার নিজের যে ধারণা তা নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী আর নিরাপদ বোধ করি। নিজের ব্যাপারে আমার ধারণা খুবই স্পষ্ট। আর এ ব্যাপারে (প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে) আমার একদমই কোনো আগ্রহ বা অভিলাষ নেই। ’’

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।