ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগান বাহিনীর ১৩ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
তালেবান হামলায় আফগান বাহিনীর ১৩ সদস্য নিহত সেনা ও পুলিশের যৌথ চেক পয়েন্টে হামলা, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজনিতে সেনা ও পুলিশের যৌথ চেক পয়েন্টে হামলা চালিয়েছেন তালেবান বিদ্রোহীরা। এতে আফগান সেনা-পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় হামলায় আহত হয়েছেন আরও চার সেনা সদস্য।

এদিকে, ওই হামলা চলাকালে ছয় বিদ্রোহীও নিহত হন।

সোমবার (০৫ নভেম্বর) সকালে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

গাজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী বলেন, নিহতদের মধ্যে  সাতজন সৈনিক। আর অন্য ছয়জন পুলিশের সদস্য।

তিনি আরও বলেন, আফগান বাহিনীর সঙ্গে তিন ঘণ্টা যুদ্ধ চলাকালে ছয় বিদ্রোহীও নিহত হন। এছাড়া তাদের মধ্যে থেকে আহত হন আরও ১০ জন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মিডিয়ায় পাঠানো বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছেন।

এর আগে চলতি বছরের আগস্টে দেশটিতে সেনাবাহিনীর এক ঘাঁটিতে তালেবান সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।