ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়া প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে বিস্ফোরণ, নিহত ১৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
সোমালিয়া প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে বিস্ফোরণ, নিহত ১৩ বিস্ফোরণস্থল, ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে আত্মঘাতী দুইটি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার (২২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্সিয়াল ভবনের ৪০০ মিটার দূরে এ দুই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

সোমালিয়া পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া প্রথম বিস্ফোরণটি একটি আত্মঘাতী গাড়ি থেকে হয়েছে। যার অবস্থান ছিল প্রেসিডেন্সিয়াল ভবন থেকে ৪০০ মিটার দূরে একটি চেকপোস্টের মধ্যে। তবে দ্বিতীয় বিস্ফোরণের বিষয়ে এখনও নিরাপত্তা বাহিনীর কাছে অস্পষ্ট তথ্য রয়েছে।  

বিস্ফোরণে যারা নিহত ও আহত হয়েছেন, তারা নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক।

এদিকে, এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আল-শাবাব।

পূর্ব আফ্রিকার এ দেশটিতে জঙ্গি তৎপরতার কারণে প্রায়ই আত্মঘাতী বোমা বিস্ফোরণসহ বিভিন্ন ধরণের সহিংসতার সৃষ্টি হচ্ছে। আর এতে মারা যাচ্ছেন শত শত মানুষ।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।