ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এবার নরওয়ের মসজিদে গুলি, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, আগস্ট ১১, ২০১৯
এবার নরওয়ের মসজিদে গুলি, আটক ১ ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার জের কাটতে না কাটতেই এবার হামলা হয়েছে নরওয়ের একটি মসজিদে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে দেশটির রাজধানী অসলোর আল নূর ইসলামিক সেন্টারে হামলা চালিয়েছেন এক বন্দুকধারী। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, হেলমেট পরা এক বন্দুকধারী মসজিদটিতে হামলা চালায়। হামলাকারী শ্বেতাঙ্গ বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।  

আহত ব্যক্তির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অসলো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মসজিদে এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।  

এর আগে, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে জুমার নামাজের সময় বন্দুক নিয়ে হামলা চালান এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ। পৈশাচিক ওই হত্যাকাণ্ডে ৫১ জন মুসল্লি প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।