ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপির নতুন সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বিজেপির নতুন সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হলেন জগৎ প্রকাশ নাড্ডা। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি গেরুয়া শিবিরের সেনাপতির চেয়ার পেলেন।

অবশ্য গত এক বছর ধরে দলের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।  

সোমবার দিল্লিতে দলের সদর দফতরে তার হাতে দায়িত্ব তুলে দেয়া হয়।

আগামী তিন বছর তিনি দল সামলাবেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ সেখানে মনোনয়নপত্র জমা দেন নাড্ডা।

অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটা নাগাদ দলের সভাপতি হিসেবে নাড্ডার নাম ঘোষণা করেন রাধামোহন সিংহ।

এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরীসহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়া বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও উপস্থিত ছিলেন।

দ্বিতীয় মেয়াদে মোদি সরকার ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন অমিত শাহ। এরপর তিনি গত জুন মাসেই মোদির কাছে চিঠি লিখে জানিয়ে দেন একসঙ্গে দুই দায়িত্ব সামলানো তার পক্ষে সম্ভব নয়।  

তখন থেকেই অমিত শাহের উত্তরসূরি হিসেবে নাড্ডার নাম আলোচনায় ছিল।  

সমালোচকরা বলছেন, নাড্ডাকে শুধু খাতা কলমেই সভাপতি করা হলো। দলেল আসল নিয়ন্ত্রণ থাকবে সেই অমিত শাহের হাতেই।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।