ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে নিহত ১০ ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভেঙে পড়া মঞ্চে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

আফ্রিকার ইথিওপিয়ায় অর্থডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফিনির বিশেষ অনুষ্ঠানে দর্শক মঞ্চ ভেঙ্গে ১০ জন নিহত এবং একশ’র বেশি আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় গন্ডের শহরের এ দুর্ঘটনার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে জানানো হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

গন্ডের বিশ্ববিদ্যালয় হাসপাতাল সূত্র জানা যায়, আহতরা হাড় ভাঙ্গা ও অভ্যন্তরীন রক্তপাতসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।