ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা সংবাদ সম্মেলনে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

লেবাননে হিজবুল্লাহ ও তার মিত্রদের সমর্থনে নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে নতুন সরকার গঠনের ঘোষণার পরিপ্রেক্ষিতে সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অক্টোবরে গণবিক্ষোভে প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির পদত্যাগের পর তিন মাস লেবাননে কোনো কার্যকর সরকার ছিলনা।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক হাসান দিয়াব সংবাদ সম্মেলনে ২০ সদস্যের মন্ত্রীসভার ঘোষণা করেন। মন্ত্রীসভার বেশিরভাগ সদস্যই হিজবুল্লাহ ও মিত্রদলগুলোর সমর্থিত।

সংবাদ সম্মেলনে হাসান দিয়াব জানান, তিনি কাজ করতে চান। কারো সঙ্গেই বিরোধ করতে চান না।

বক্তব্যে তিনি লেবাননে চলমান বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তাদের দাবি পূরণের জন্য কাজ করবেন।

তার সরকারকে লেবাননের ইতিহাসে প্রথম সম্পূর্ণ টেকনোক্র্যাট সদস্য নিয়ে গঠিত দাবি করে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। লেবাননের পরবর্তী নির্বাচনে নতুন গঠিত মন্ত্রীসভার কেউই অংশগ্রহণ করবেন না।

এদিকে কয়েক মাসের বিক্ষোভে নতুন সরকার গঠিত হলেও বিক্ষোভ থামেনি লেবাননে। বুধবার বৈরুতের পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

গত বছরের অক্টোবরে লেবাননে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপে কর আরোপের ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। পরে জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থানের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয় এ বিক্ষোভ।

গণবিক্ষোভের মুখে ২৯ অক্টোবর লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।