ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেওয়া বন্ধ করল মার্কিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ইরানি ব্যবসায়ীদের ভিসা দেওয়া বন্ধ করল মার্কিন সরকার

ঢাকা: ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদের ভিসা দেওয়া ও তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। 

বুধবার (২২ জানুয়ারি) মার্কিন অর্থ মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’ এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইরানি নাগরিক বা তাদের আত্মীয়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে এ নির্দেশ কার্যকর হবে।

গত ২০ জানুয়ারি একজন ইরানি ছাত্রের ভিসা বাতিল করে তাকে আটকের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবাদ করে অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনকারীরা। এ ঘটনার দুইদিন পর ইরানি ব্যবসায়ীদের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল আমেরিকা।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।