ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে প্লেন বিধ্বস্ত নিয়ে ধোঁয়াশা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আফগানিস্তানে প্লেন বিধ্বস্ত নিয়ে ধোঁয়াশা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের তালেবান অধ্যুষিত গজনী প্রদেশে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

তবে প্লেনটি বিধ্বস্ত হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা৷ এর কারণ হিসেবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ দাবি করেছে, এই প্লেন ধ্বংসাবশেষের কিছু পাওয়া যায়নি বা এমন কোনো তথ্যও তাদের কাছে নেই।

খবরে বলা হয়, আফগানিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হওয়ার তথ্য সরকারি কর্মকর্তা জানালেও প্লেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মিরওয়াসি মির্জাকুল বিষয়টি অস্বীকার করেছেন।

এয়ারলাইন্সের ওই ভারপ্রাপ্ত প্রধান বলেন, সেখানে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার তথ্য জানা গেলেও সেটি আমাদের নয়। কারণ হেরাথ থেকে কাবুল ও হেরাথ-দিল্লি রুটে আমাদের দুটি প্লেনই আজ নিরাপদে রয়েছে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গজনী প্রদেশে প্লেনটি বিধ্বস্ত হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অন্যদিকে এয়ারলাইন্সের প্রধান নির্বাহীর অস্বীকারের আগে গজনী শহরের প্রাদেশিক গভর্নর কার্যালয়ের এক কর্মকর্তা আরিফ নূরী জানান, স্থানীয় সময় ১টা ১০ মিনিটে এরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি প্লেন গজনী প্রদেশের দে ইয়াক জেলার সাদক হেল এলাকা বিধ্বস্ত হয়েছে।

ওই কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, প্লেনটি গজনী থেকে হেরাথ যাচ্ছিল। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্লেনের বিধ্বস্ত এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত।

বিষয়টি তদন্ত চলছে জানালেও আর কোনো মন্তব্য করতে রাজি হননি তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
জেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।