ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
‘সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে’

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে বেশি নিরাপদ হয়ে উঠছে বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র  আত্মরক্ষার জন্যই বৈধভাবে সোলেমানিকে হত্যা করেছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে কথা বলেছেন তার সঙ্গে আমি একমত।

ফারহান বলেন, সোলেমানিকে হত্যার পরও ইরানের আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমি মনে করি, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করে, এমন বক্তব্য দেবে ইরান।

সাক্ষাৎকারে তিনি জানান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার চায় না সৌদি আরব। এটা করা হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কমে যাবে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।