ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বসেরা সুন্দরী দাদী ভারতের আরতি চাটলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
বিশ্বসেরা সুন্দরী দাদী ভারতের আরতি চাটলানি

বিশ্বের সেরা সুন্দরী দাদী নির্বাচিত হয়েছেন ভারতের বেঙ্গালুরুর আরতি বি চাটলানি। সম্প্রতি বুলগেরিয়ায় অনুষ্ঠিত ‘গ্র্যান্ডমা আর্থ’ মুকুট জিতে নেন ৬২ বছরের এই নারী। 

প্রথম ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতলেন।  

বুলগেরিয়ার সোফিয়াতে ১৯ থেকে ২৩ জানুয়ারি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরতি বলেন, তিন রাউণ্ডের ছিল এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে পরেছিলাম ব্রাইডাল জুয়েলারি আর লেহেঙ্গা। দ্বিতীয় রাউন্ডে ছিল নাচের পারফরম্যান্স। সেখানেও কেল্লাফতে। হিন্দি গানের সঙ্গে জমিয়ে নেচে অবাক করেছিলেন সকলকে।

শেষ রাউন্ডেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া দাদীদের পেছনে ফেলে তিনি জিতে নেন এবারের বিশ্বসেরা সুন্দরী দাদীর মুকুট।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।