ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে ক্যানবেরা, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
দাবানলে পুড়ছে ক্যানবেরা, জরুরি অবস্থা জারি

দাবানল ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) এ জরুরি অবস্থা ঘোষণা করে।

শুক্রবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। সাউথ ক্যানবেরায় দাবানল ছড়িয়ে যাওয়ার কারণে এ জরুরি অবস্থার ঘোষণা করে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দশকের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়ংকর দাবানলের ঘটনা। এ দাবানলে ক্যানবেরার প্রায় ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।

এদিকে প্রয়োজনের সময় ক্যানবেরার বাসিন্দাদের যেন দ্রুত সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে ‘সতর্ক’ থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

দুই দশকের মধ্যে ক্যানবেরায় এটিই সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা।

ক্যানবেরার চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার বলেন, এ দাবানলই এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০০৩ সালের পরে এখন দাবানল নিয়ে ক্যানবেরা সবচেয়ে বাজে সময় পার করছে।

সিডনি এবং মেলবোর্নের মাঝে অবস্থিত ক্যানবেরায় ৪ লাখ মানুষের বাস।

এর আগে ২০০৩ সালে ক্যানবেরায় ভয়াবহ দাবানলে ৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৫শ’ এর মতো। দাবানলে পুড়ে ছাই বা ক্ষতিগ্রস্ত হয়েছিল ৪৭০টি ঘর।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দাবানলে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একইসঙ্গে ধ্বংস হয়ে গেছে হাজারেরও বেশি ঘরবাড়ি। ১১ মিলিয়ন হেক্টরের চেয়েও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।