ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে যাচ্ছিলেন থানায়...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে যাচ্ছিলেন থানায়...

স্ত্রীকে খুন করে, তার মাথা কেটে হাতে নিয়ে তিনি হাঁটছিলেন। ঝরঝর করে ঝরছিল তাজা রক্ত।  থানায় যাচ্ছিলেন। তবে রাস্তার মাঝখানেই পুলিশ তাকে আটক করেছে। 

শনিবার ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গিরাবাদে এমন ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে মাথা কেটে থানার দিকে হাঁটা ওই যুবকের নাম অখিলেশ রাওয়াত (২৮)।

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অখিলেশ রাওয়াতের স্ত্রীও ওই এলাকারই বাসিন্দা। গত আড়াই মাস আগেই অখিলেশ-রঞ্জনার সদ্যজাত কন্যা সন্তানের মৃত্যু হয়। তারপর থেকে বাপের বাড়িতে থাকলেও চারদিন আগেই বাড়ি ফিরেছিল তার স্ত্রী রঞ্জনা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ।  

অখিলেশ রাওয়াতের বিরুদ্ধে মামলা করেছেন তার শ্বরশুরবাড়ির লোকজন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।