ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এটি আমেরিকানদের দিন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এটি আমেরিকানদের দিন: বাইডেন জো বাইডেন/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।  

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেন তিনি।

এরপর জো বাইডেন বলেন, এটি আমেরিকানদের দিন। এটি গণতন্ত্রের দিন, ইতিহাস এবং আশা নবায়ন ও সংকল্পের দিন।

‘আমেরিকা পরীক্ষার সম্মুখীন হয়েছিল, আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে’, যোগ করেন বাইডেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের কারণে’ আজ দিনটি উদযাপন করা সম্ভব হচ্ছে।

‘মানুষ তাদের ইচ্ছার কথা জানিয়েছেন। তাদের এ চাওয়ার প্রতি মনযোগ দেওয়া হয়েছে। ’

বক্তব্যে উভয় দলের তাঁর পূর্বসূরিদের ধন্যবাদ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।  

যারা উপস্থিত হতে পারেননি তাদের প্রতিও ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিতি উভয় দলের আমার পূর্বসূরিদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সংবিধান এবং তার শক্তি, আমাদের জাতির শক্তি সম্পর্কে অবগত। গতকাল কথা হলো প্রেসিডেন্ট চার্টারের সঙ্গে। তিনি আজ আসতে পারেননি। দেশের প্রতি তাঁর সেবার জন্য তাকে অভিবাদন জানাই।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।