ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভার্চ্যুয়াল আদালতে আইনজীবীর বেসামাল নারীসঙ্গ! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ভার্চ্যুয়াল আদালতে আইনজীবীর বেসামাল নারীসঙ্গ! 

আদালতে ভার্চ্যুয়াল শুনানি চলছিল। এ সময় এক নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখা যায় আইনজীবীকে।

ভারতের মাদ্রাজ হাইকোর্টে বিচারপতির সামনেই ঘটে এমন ঘটনা।  

সোমবারের (২০ ডিসেম্বর) ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই অভিযুক্ত আইনজীবীকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।  

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত আইনজীবীর নাম আর ডি সান্থানা কৃষ্ণণ। তার নামে একটি মামলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আদালত।

তামিলনাড়ু ও পুদুচেরি বার কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত, ট্রাইব্যুনাল ও বিচার বিভাগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানে প্র্যাকটিস করতে পারবেন না অভিযুক্ত ওই আইনজীবী। এই অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে আদালতের কাজ থেকে বিরত থাকতে হবে।  

আদালত বলছে, শুনানি চলাকালে সবার সামনে এ ধরনের অশ্লীল কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার ভিডিও যেন আর ছড়িয়ে না পড়ে, এ বিষয়ে পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।