ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সেই ছয় ইঞ্চি কঙ্কাল কি এলিয়েনের? রহস্য জানালেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
সেই ছয় ইঞ্চি কঙ্কাল কি এলিয়েনের? রহস্য জানালেন গবেষকরা

পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল যেন আরও উসকে দিলো ছয় ইঞ্চি মাপের একটি কঙ্কাল, যার নাম ‘আটা।

২০০৩ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলির আটাকামা মরুভূমি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। দেশটির লা নোরিয়ায় ধনসম্পদ খুঁজতে গিয়ে কঙ্কালটি পেয়েছিলেন অস্কার মুনো নামের এক ব্যক্তি।

কঙ্কালটির মাথা শঙ্কু আকৃতির। দেহে পাঁজর রয়েছে মাত্র ১০টি। এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা জানতে চাইছিলেন, ত্রিকোণা মাথার অদ্ভুতদর্শন কঙ্কালটি কি আদৌ ভিনগ্রহের?

১৮ বছর পর পাওয়া গেল সেই জিজ্ঞাসার উত্তর। রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা।

তাদের দাবি, কঙ্কালটি একটি শিশুর। আনুমানিক ৪০ বছর আগে তার মৃত্যু হয়। জন্মের পর পরই শিশুটির মৃত্যু হয়েছিল। জিনগত সমস্যার কারণে শরীরের বিকৃত গঠন এবং হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের।

সব মিলিয়ে এক যুগেরও বেশি সময় ধরে যে জল্পনা চলছিলো, তাতে পানি ঢাললেন বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, আটা কোনও ভিনগ্রহের প্রাণী নয়, মানবসন্তানের কঙ্কাল।

সূত্র: ইন্ডিয়া টাইমস, এবিপি

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।