ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

ইসলাম

উত্তর মেরুতে কীভাবে রোজা রাখেন মুসলিমরা?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
উত্তর মেরুতে কীভাবে রোজা রাখেন মুসলিমরা?

সেহরি মানে শেষ রাতের খাবার। আর সেহরি শব্দের অর্থ ভোরের খাবার।

রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, সেটাকে ইসলামের পরিভাষায় সেহরি বলে। অর্থাৎ সতর্কতামূলক সময় হাতে রেখে সুবহে সাদিকের পূর্ব-নিকটবর্তী সময়ে সেহরি খাওয়া উত্তম। তবে এ পরিমাণ বিলম্বিত করবে না যে, সুবহে সাদিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং রোজা সহিহ হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়।

তাহলে উত্তর মেরুতে, যেখানে বছরের ছয় মাস দিন আর ছয় মাস রাত; সেখানে মুসলিমরা কীভাবে রোজা রাখছেন?

পৃথিবীর লাখ লাখ মুসলিমের মতোই উত্তর মেরু সংলগ্ন মানব বসতিগুলোয় থাকা মুসলিমরা লুনার ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ চাঁদ দেখে পবিত্র রমজান মাস পালন করছেন। তাদের কাছে রমজান মাসে রোজা রাখা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু গ্রিনল্যান্ডের মতো স্থানে সংখ্যায় কম মুসলমানদের জন্য সিয়াম সাধনা সামান্য অন্যরকম হয়েই যায়।

গ্রিনল্যান্ডের রাজধানী নুউক, পৃথিবীর সবচেয়ে উত্তরের রাজধানীও। আর্কটিক সার্কেলের ঠিক দক্ষিণে অবস্থিত শহরটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে দিনের দৈর্ঘ্য অস্বাভাবিক। গ্রীষ্মের মাসগুলোয়, সেখানে দিনের আলো ২৩ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। একজন মুসলিমের জন্য, এর অর্থ দাঁড়ায় ২৩ ঘণ্টা রোজা রাখা এবং খাওয়ার জন্য মাত্র এক ঘণ্টা সময় পাওয়া।

চলতি বছর, বাংলাদেশে রোজার সময়কাল ১৩ ঘণ্টা। কিন্তু গ্রীষ্মের মাসগুলোয় গ্রিনল্যান্ডে সময়টি ১৬ ঘণ্টা পর্যন্ত লম্বা। মুসলিম চন্দ্র ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ছোট। তাই রমজান প্রতি বছর প্রায় ১১ দিন পিছিয়ে যায়। এর মানে, সূর্যোদয় এবং সূর্যাস্তের ওপর নির্ভর করে রোজার দৈর্ঘ্য বদলে যায়।

দেশটিতে সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে রোজাদার ব্যক্তিদের জীবনযাপন আগ্রহের বিষয়। তবে অন্য কোনো মুসলিম ছাড়া একা একা রোজা রাখাও কারও কারও কাছে কিছুটা কষ্টের লাগতে পারে। সেখানে মুসলিমরা নিজেদের সংস্কৃতি অনুযায়ীই ইফতার আয়োজন করার চেষ্টা করেন।

গ্রিনল্যান্ডে যতক্ষণ পর্যন্ত স্থানীয় ইনুইট সংস্কৃতিকে সম্মান করা হয়, ততক্ষণ পর্যন্ত সেখানকার মানুষ অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ। তাদের দেশকে সম্মান করলে তারাও ভিন্ন সংস্কৃতিকে সম্মান করে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।