ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ইসলাম

সিলেট থেকে যাবে ৫ হজ ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ১১, ২০২৫
সিলেট থেকে যাবে ৫ হজ ফ্লাইট

সিলেট: সিলেট থেকে এবার পাঁচটি হজ ফ্লাইট অপারেট করবে বাংলাদেশ বিমান। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৪ মে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী ‍যাবেন।  

তিনি আরও বলেন, আগামী ১৪ মে বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট মদীনার উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।  

সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।  

সংশ্লিষ্টরা জানান, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান বাংলানিউজকে বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও পবিত্র হজযাত্রী পাঠাতে প্রতিটি ট্রাভেল এজেন্সির প্রত্যাশা থাকে। তবে এ বছর সৌদি সরকার এজেন্সি প্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এ কারণে মক্কা-মদিনায় আবাসন সুবিধাসহ অন্যান্য কার্যক্রম সফল করতে তাদের চরম বেগ পোহাতে হয়।

তিনি আরও বলেন, ঢাকায় একটি লাইসেন্সের বিপরীতে ১৫ থেকে ২০ জন অন্তর্ভুক্ত হতে পারে। এই সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সৌদি সরকারের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। যাতে লাইসেন্স প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ থেকে ৫০০ জনের কোটায় নামিয়ে আনা যায়।  

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হওয়ায় হজযাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। মদীনা থেকে সরাসরি সিলেট ফ্লাইট পরিচালনা করতে বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সিলেট থেকে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধনকারী ব্যক্তি হচ্ছেন ৩৩ জন। সিলেটে যে-সব এজেন্সি হজযাত্রী সংগ্রহে সমন্বয়ক এজেন্সি হিসেবে কাজ করেছে, এর মধ্যে রয়েছে ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সিপার এয়ার সার্ভিস, আল মনসুর এয়ার সার্ভিস, রাব্বানী অ্যাভিয়েশন সার্ভিসেস, আবাবিল এয়ার সার্ভিস, ট্রাভেলন এয়ার সার্ভিসেস, আল শরিফাইন ট্রাভেলস, নিবরাস ট্রাভেলস, তাশফিক ট্রাভেলস, সিটি ওভারসিজ, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, যাত্রীক ট্রাভেলস, আকাবা ট্রেডিং করপোরেশন, আলফা ট্রাভেলস, খাজা ট্রাভেলস, সানসাইন ট্রাভেলস, আকাবা ট্রাভেলস, ইশরা ট্রাভেলস ইত্যাদি।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।