ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুর জামায়াতের আমীরসহ ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
মেহেরপুর জামায়াতের আমীরসহ ২ নেতা গ্রেফতার

মেহেরপুর: পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলার আসামি মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর ও ইউনিয়ন জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন - মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলা জামায়াতের আমীর সোহেল রানা এবং একই উপজেলার রাধাকান্তপুর গ্রামের হানিফ মিয়া ছেলে বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমীর হামিদুল ইসলাম।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালের দিকে সদর থানা পুলিশের পৃথক দুটি টিম কামদেবপুর ও রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের এই দুই নেতাকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—ডি ধারায় মামলা রয়েছে। মামলাটি আদালতে চলমান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুই জামায়াত নেতাকে আটক করে থানায় আনা হয়। আজ সন্ধ্যায় গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।