ঢাকা: ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়াডাম কলেজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে আজীবন সম্মাননা দিয়েছে।
আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট জানায়, ২৬ মার্চ বুধবার ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়াডাম কলেজ বাংলাদেশের প্রধান বিচারপতিকে আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ফেলোশিপ প্রদান করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার এ বিরল অর্জনে অত্যন্ত গর্বিত। এ মর্যাদাপূর্ণ সম্মাননা বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের বিচার বিভাগের জন্য এক বিরল এবং গৌরবময় মুহূর্ত।
‘এ বিরল আন্তর্জাতিক স্বীকৃতি কেবলমাত্র প্রধান বিচারপতির ব্যক্তিগত সাফল্যের স্মারক নয়; বরং এটি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৈশ্বিক পর্যায়ে যে সম্মান ও মর্যাদা প্রদর্শিত হচ্ছে তারও প্রতিফলন ও পরিচায়ক। নিঃসন্দেহে এ সম্মান বাংলাদেশের বিচার বিভাগের উৎকৃষ্টতা, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির একটি নিদর্শন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির এ অনন্য স্বীকৃতির জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার নিরলস অবদানের জন্য গর্ব অনুভব করছে। ’
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়াডাম কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
ইএস/আরআইএস