ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৫ মামলায় যুবদলের সাবেক সভাপতি নীরবের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
৫ মামলায় যুবদলের সাবেক সভাপতি নীরবের জামিন ফাইল ফটো

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে নাশকতার পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট তাকে পৃথক আবেদনে জামিন দেন।

তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী ইউনুস আলী রবি।

গত ৫ মার্চ শনিবার বিকেলে রাজধানীর তেঁজগাও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

পরদিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নীরবকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন জজ আদালত। তারপর থেকে কারাবান্দি নীরব।

আইনজীবী ইউনুস আলী রবি জানান, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও, পল্লবী ও মিরপুর থানায় দায়ের হওয়া নাশকতার ৫ মামলায় হাইকোর্ট যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে নীরবকে জামিন দিয়েছেন। এই ৫ মামলাসহ এখন পর্যন্ত মোট ১২ মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় তিনি এখন জামিনে মুক্তি পাচ্ছেন না।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।