ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

পটুয়াখালী: জেলার বাউফলে ২০১৬ সালের একটি হত্যা মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়ায় এ আদেশ দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল কাশেমের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), আব্দুর রহমান সরদারের ছেলে তোফায়েল সরদার (৩৯), জালাল সরদারের ছেলে মো. শামীম সরদার (৩৫), সেকান্দার সরদারের ছেলে এলমাছ সরদার (৩৪), গেদু সরদারের ছেলে মো. সোহরাব সরদার (৪৭), আব্দুর কাদের মল্লিকের ছেলে মো. নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), জয়নাল সরদারের ছেলে মুসা সরদার (৩২) ও সামসু সরদার (৩৪), চারু সরদারের ছেলে মাওলা সরদার (৩৯) ও ইউসুফ সরদার (৩৭), সামসুল হকের ছেলে ফরিদ আহম্মেদ (৬১), আবদুল খালেকের ছেলে জসিম সরদার (৪১), ছোবহান হাওলাদারের ছেলে বাবলু (৪৫), মো. কাদের তালুকদারের ছেলে মো. ডালিম তালুকদার (৩১), মৃত হাসেম আলী সিকদারের ছেলে মো. ফিরোজ সিকদার (৪৩), হারুন গাজীর ছেলে হাসান গাজী (৩২), মৃত গেদু সরদারের ছেলে সেকান্দার সরদার (৫৭), মাতাহার মাস্টারের ছেলে মো. জামাল (৩৫), চুন্নু মিয়ার ছেলে শামীম হাওলাদার (২৮), আব্দুল খালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম বাবুল (৫২), আবদুস ছত্তার সরদারের ছেলে মন্টু সরদার (৩৫) এবং শিরু সরদারের ছেলে মো. দুলাল সরদার ওরফে ভয় (৪৫)। সাজাপ্রাপ্ত সবাই বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে।  

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে একদল হামলাকারী হামলা চালায়। হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন এবং পরদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল মল্লিক বাউফল থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। প্রায় সাত বছর পর মামলা নিষ্পত্তি হলো।

মামলার বাদী সাইদুর রহমান সোহেল সন্তোষ প্রকাশ করে বলেন, আমার বাবার হত্যাকাণ্ডের বিচার পেয়ে আমরা কিছুটা স্বস্তি পেলাম। বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ হোসেন বলেন, এ রায়ের মাধ্যমে বার্তা দেওয়া হলো যে, আইনের আওতার বাইরে কেউ নয়।
তবে দণ্ডপ্রাপ্তদের পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করে দাবি করেছে, এই রায় একপেশে এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। আমরা উচ্চ আদালতে আপিল করব।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ