ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্টে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবীদের একটি অংশ ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন।

এরপর শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবীরাও যোগ হয়।  

এ সময় তাদের প্রধান বিচারপতিরসহ আওয়ামীপন্থি সব বিচারপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  

দুপুর একটার ভেতরে পদত্যাগ না করলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।