ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অপহরণ-ধর্ষণ মামলা: রাজবাড়ীতে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
অপহরণ-ধর্ষণ মামলা: রাজবাড়ীতে সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মণ্ডলকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত জামরুল পাংশা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নটির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, পাংশায় বাহাদুরপুর ইউনিয়নের এক স্কুলছাত্রী ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ০১ মার্চ নিজ বাড়ি থেকে জামরুলকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।