ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দেশ টিভির এমডি আরিফ হাসানকে রিমান্ডে নিতে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
দেশ টিভির এমডি আরিফ হাসানকে রিমান্ডে নিতে আবেদন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা এক মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে তিনদিনের জন্য রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।  

রোববার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ।

আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ১ নম্বর উত্তরস্থ স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।