ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ফেব্রুয়ারি ৪, ২০২৫
কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আদালতে নুরুজ্জামান আহমেদ

রংপুর: পাঁচ দিনের রিমান্ড শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় তার জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোনো রিমান্ডের আবেদন করেনি। আমরা বয়স্ক এবং তার সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।  

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, পাঁচ দিনের রিমান্ডে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাইকরা হচ্ছে। সাবেক সমাজকল্যাণমন্ত্রী  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গত বছর ৪ আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এছাড়াও তার নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় ১১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্ট করা দুটি হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।