ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টে শুধু দাপ্তরিক কাজ চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মে ১২, ২০২৫
১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টে শুধু দাপ্তরিক কাজ চলবে

ঢাকা:  আগামী ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টে শুধু দাপ্তরিক কাজ চলমান থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা সইকরা একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭মে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে।

এমতবস্থায়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উভয় বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে।

এর আগে গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভা শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ঈদুল আজহার ছুটি একটানা ১০ দিন থাকবে। সরকারি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ঈদের আগে দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন, মোট ছয় দিন। এবার ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা অফিস করবেন। ফলে ১১ ও ১২ জুনের অতিরিক্ত ছুটি এবং পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি উপভোগ করা যাবে।

প্রেস সচিব আরও বলেন, যেহেতু ব্যাংকসমূহ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়, তাই ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৭ ও ২৪ মে এই দুটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

 ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।