ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

আইন ও আদালত

দুই দিনের রিমান্ডে কবি সোহেল হাসান গালিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
দুই দিনের রিমান্ডে কবি সোহেল হাসান গালিব কবি সোহেল হাসান গালিব

ঢাকা: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন আজ ধার্য করেন।

রিমান্ড শুনানির জন্য এদিন সোহেল হাসান গালিবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের কোতোয়ালি জোনাল টিমের উপ-পরিদর্শক হুমায়ন কবীর।

তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিএমএম আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোহেল হাসান গালিব নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি তৌহিদি জনতা শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। পরবর্তীতে আরও জানা যায়, মো. সোহেল হাসান গালিবের লেখা আমার খুতবা গুলি নামে একটি বই উজান প্রকাশনী নামক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আসামির ওই কবিতা ছাপা হয়েছে। তার লেখা বই শাহবাগ থানাধীন চলমান অমর একুশে বইমেলায় উজান প্রকাশনীর ৬২৩ ৬২৪ নং স্টলে বিক্রি করা হচ্ছে।  

প্রিয় নবীজীর নামে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে মানহানিকর পোর্ট ও পরবর্তীতে প্রকাশিত বইয়ে এরূপ কবিতা থাকায় বাংলাদেশের বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে যা বই মেলাসহ দেশে যেকোনো স্থানে দাঙ্গা হওয়ার উপক্রম হয়। আসামির ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে বিপুল সংখ্যক লোক রিপোর্ট করায় তার সেই আইডি ডিঅ্যাকটিভেইট হয়।  

এর আগে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।