ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

আইন ও আদালত

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়।

মেহেরপুর: পতিত শেখ হাসিনার সরকারের জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন।


 
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয় তাকে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক জিজ্ঞাসাবাদের জন্য মোনালিসা ইসলামকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।