নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই এই মামলায় অভিযুক্ত অপর দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআরপি/এএটি