ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আইন ও আদালত

কি‌শোরগ‌ঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
কি‌শোরগ‌ঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কি‌শোরগঞ্জ: কিশোরগঞ্জে কৃষক ম‌নির হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা ক‌রেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মজিবুর রহমান মীর (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ (৩২), শামীম (৪০), আরিফ (৩১), রানা (২৫), আমিনুল (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল (৫০), মনির (২৯), শাহীন (৪০), হাদিস (৫০) ও কামরুল (২৯)। তারা সবাই জেলার ক‌রিমগঞ্জ উপ‌জেলার ভা‌টিয়া মীরপাড়া গ্রা‌মের বা‌সিন্দা।

আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত থাকলেও কামরুল নামে এক আসামি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ নি‌য়ে জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া গ্রামের আইন উদ্দিনের সঙ্গে আসামি ফাইজুল ও হাদিসদের বিরোধ চলছিল। ২০২০ সালের ১০ এপ্রিল বিকে‌লে সীমানা নির্ধারণের জন্য আইন উদ্দিন জমিতে গেলে আসামিদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় আসামিরা তা‌কে খুন-জখমের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর আইন উদ্দিনের বড় ভাই মনির মিয়া বাড়িতে আসার পথে আসামিরা তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা মনির মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আইন উদ্দিনসহ অন্যরা এগিয়ে গেলে আসামিরা তাদের ওপরও হামলা চালিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মনির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢা‌মেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন তিনি।  

এ ব্যাপারে নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে হত‌্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার সাক্ষ‌্য ও শুনানি ‌শে‌ষে বুধবার (২৬ ফেব্রুয়া‌রি) দুপু‌রে বিচারক এ রায় দেন।

কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‌্যাড‌ভো‌কেট মো. জালাল উদ্দিন মামলার রা‌য়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।