ঢাকা, সোমবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক এমপি রফিকসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
সাবেক এমপি রফিকসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা: কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রীর সাহেদা নাসরীনসহ সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।   

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- মহেশখালী পৌরসভা সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতার; নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক, তার স্ত্রীর তুহিন আরা বেগম এবং মোল্যা রাশেদ খালেদ।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান পৃথক দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, আশেক উল্লাহ রফিক ও মকছুদ মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, টেন্ডারবাজি, হোটেল দখল, মদের বার, ইয়াবার কারবারিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অন্য অস্থাবর সম্পদ গোপন করেছেন। তারা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ অর্থসহ যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন।  

এ অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটাসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। ফলে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।