ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ এনামুর রহমান

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে তিন লাখ শেয়ার ও দুটি গাড়ি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২১ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।  

অবরুদ্ধ হওয়া শেয়ারের মধ্যে এনাম মেডিকেলের তিন লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যানসার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার রয়েছে। আর অবরুদ্ধ হওয়া দুটি গাড়ির দাম এক কোটি ৪৬ লাখ টাকা।

এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এনামুরের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করার এ আবেদন করেন।  

আবেদনে বলা হয়, এনামুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ অন্যান্য হিসাবের অর্থ (অস্থাবর সম্পদ) অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চলছে।  

বিভিন্ন হিসাবের অর্থ বিদেশেও পাঠানো হতে পারে বলে প্রতীয়মান হয়েছে। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতি হতে পারে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা আবশ্যক।

পরে শুনানি শেষে বিচারক এসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন।  

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১০ মার্চ দুদক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।  

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।