ঢাকা: রাজধানীর আফতাব নগরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো.ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে ‘ আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই,এফ,জি,এইচ, সেকশন-১ ও ২ এর খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৫ নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেন।
রিটে বিবাদী করা হয়েছে , এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, এটি একটি আবাসিক এলাকা। এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য রিটটি করি। আদালত রুল ও স্টে দিয়েছেন। ফলে এবার পশুর হাট বসানো যাবে না।
ইএস/ এসএএইচ