ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজের রায় স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, মে ১৩, ২০২৫
নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজের রায় স্থগিত

ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এই সময়ের মধ্যে আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।

গত ৭ মে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জামিলুর রহমান।

তিনি জানান, চেম্বার আদালতের এই আদেশের অনুলিপি সোমবার (১২ মে) হাতে পেয়েছেন। আদেশে হাইকোর্টের রায়টি আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে স্থগিতের এই আট সপ্তাহ প্রশাসকের কার্যক্রম স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত বছরের ২১ আগস্ট এক বছরের জন্য নগদে প্রশাসক নিয়োগ দেয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মণ্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস ও আইয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

তখন নগদের আগের পর্ষদও ভেঙে দেওয়া হয়। এরপর গত বছর ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম।

রিটে প্রাথমিক শুনানির পর ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। ২০০৪ সালের পরিশোধ ও নিষ্পত্তাব্যবস্থা আইনের ৩১(১) ও (২) ধারা প্রতিপালন না করে ‘নগদে’ প্রশাসক নিয়োগের গত ২১ আগস্টের মেমো (আদেশ) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক, ডাক বিভাগের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে রুলের জবাব দিতে বলা হয়।

এই রুলে চূড়ান্ত শুনানির পর গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি ‘গ্রহণযোগ্য নয়’ বলে খারিজ করে দেন।
রায়ে আদালত বলেন, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এজেন্ট। আইন বাস্তবায়ন করেই বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দিয়েছে।

হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে সাফায়েত আলম আপিল বিভাগে আবেদন করলে গত ৭ মে তা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানির পর চেম্বার আদালত হাইকোর্টের রায়টি আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।