ঢাকা: ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
বৃহস্পতিবার (১৫ মে) আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল সোমবার এস এম মোরশেদের পক্ষে এ রিট করা হয়েছে। আগামী সপ্তাহে রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে ড. মইনুল খানের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ তদন্তে সাত দিনের মধ্যে ৫ সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠন ও ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মইনুল খান যেন দেশ ছাড়তে না পারেন সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২ এপ্রিল ‘এনবিআরের দুর্নীতিবাজ সদস্য মইনুল খানের ঘুষ বাণিজ্য, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গে ‘ অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর এস এম মোরশেদ আবেদন দেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০ অক্টোবর আইনি নোটিশ দেওয়া হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান আইনজীবী সাগরিকা ইসলাম।
ইএস/এমজে