ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ড্রেনে পরে ছিল ওষুধ কোম্পানির কর্মচারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
খুলনায় ড্রেনে পরে ছিল ওষুধ কোম্পানির কর্মচারীর মরদেহ

খুলনা: খুলনায় ড্রেনের ভেতর থেকে মিজানুর রহমান মুকুল নামের ওষুধ কোম্পানির কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) সকালে মহানগরীর মিয়াপাড়া পাইপের মোড় তৃতীয় গলির একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুকুল ওই গলির টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া। তিনি সিটি ওভারসিস নামে ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন।

স্থানীয়রা জানান, এলাকার লোকজন রাস্তার পাশে ড্রেনের মধ্যে মরদেহ দেখতে পেয়ে উপরে ওঠায়। পরে তার বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়।

স্থানীয় রহিম বলেন, তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ১০ বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কিভাবে তার মৃত্যু হল এ বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি।

খুলনা সদর থানা উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান বলেন, মৃত ব্যক্তি খুলনায় একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাসায় ফেরেননি। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ ড্রেন থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। সুরাতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২ , ২০২৩
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।