ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের ল্যান্সনায়েক মোহাম্মদ পারভেজ আলম নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে ব্যাটালিয়নের ব্যারাকে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত পারভেজ আলম নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামের মরহুম হেলাল উদ্দিনের ছেলে। তিনি গত এক বছর যাবত ১৭ ব্যাট্যালিয়নে কর্মরত ছিলেন।

বিজিবি জানায়, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে ব্যারাকের সবাই নিজেদের মতো বিশ্রামে চলে যায়। একপর্যায়ে রাত সাড়ে ৪টার দিকে গুলির শব্দে অন্যান্য সহকর্মীরা এগিয়ে এসে পারভেজ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে বুকের বাম পাশে গুলি করে হয়ে আত্মহত্যা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংরাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।