ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দিন বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ঈদের দিন বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলার ঘটনায় মামলা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের দিন বিএনপি নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।  

বুধবার (২ এপ্রিল) সকালে আহত শাহাদৎ হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

 

এর আগে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকালে এ হামলার ঘটনা ঘটে।  

হামলায় আহত বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেন (৪৯), মো. আবু ইউসুফ শেখ দুলাল (৪০) ও  মো. মতিন শেখসহ (৬৫) নেতাকর্মীরা  বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।  

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, সোহাগ, রুবেল, সানোয়ার হোসেন ও কে এম মেহেদী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

মামলার আসামিরা হলেন- হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নুর-নবী ফিরোজ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহাব্বত আলী শামীম, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সুজন শেখ, আওয়ামী লীগ নেতা মোখলেস, কর্মী সুমন শেখ, আব্দুর রহিম খোকন, আব্দুল মাজেদ শেখ, শামিম খান ও বাবুল শেখ।  

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বাদী শাহাদৎ হোসেন গং বিএনপি করায় আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পর থেকে আসামিরা পলাতক ছিল। ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন এলাকায় এসে ঈদের নামাজের পর সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, মো. রাকিব হোসেন খানের ওপর হামলা চালায়। এ সময় তাকে উদ্ধার করতে আসা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও বেধড়ক মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান বলেন, গত জুলাই বিপ্লবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুলে সংগঠিত আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। তখন থেকেই আমাদের ওপর ক্ষুব্ধ ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। ৫ আগস্টের পর থেকে তারা পালিয়ে ছিল। ঈদের দিন প্রকাশ্যে এসে আমাদের ওপর হামলা করে।  

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের অভিযুক্ত কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেছেন, ঈদের দিনই রশিদপুর গ্রামের ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বুধবার মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।