ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যু সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রোহিঙ্গা ইস্যু সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গা ইস্যু শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী সবকিছু ছেড়ে এখানে এসেছে, এজন্য তারা যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের ক্ষেত্র হতে পারে।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কেউ কেউ ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করছে। তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে যাচ্ছে। কর্মহীন মানুষ একত্রে থাকলে যা হয়ে থাকে, তাই হচ্ছে।

তবে বিজিবি, কোস্টগার্ড কঠোরভাবে এসব মনিটরিং করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

সম্প্রতি সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে অপরাধে জড়িত হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। জনপ্রতিনিধি হোক, আইনশৃঙ্খলা বাহিনী হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। র‌্যাবের ১৭ জন, পুলিশের ডিআইজি লেভেলের একজনসহ আরও পুলিশ সদস্য কারাগারে রয়েছেন। একথা বলতে পারি, আইন অনুযায়ী যেই অপরাধ করে থাকুক বিচার হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।