ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কালশীতে দুর্ঘটনায় ২ যুবক নিহত, ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়েন বাইক আরোহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
কালশীতে দুর্ঘটনায় ২ যুবক নিহত, ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়েন বাইক আরোহী

ঢাকা: রাজধানীর মিরপুর কালশী নতুন রাস্তা এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ হবে।  

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর ফ্লাইওভারের নিচ থেকে একজন ও অপর একজনকে ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পথচারীরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার (ইন্সপেক্টর তদন্ত) আবুল কাইয়ুম। তিনি বলেন, কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন মারা গেছেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

ওই দুই যুবককে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রকি নামে এক ব্যক্তি জানান, মিরপুর কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজন ফ্লাইওভারের নিচে পড়ে যায় আর অপরজন ফ্লাইওভারে পড়ে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, রাতে পথচারীরা ওই দুই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।