ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চরমপন্থার উত্থান নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারণার বিপরীতে বাস্তবতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় এ বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে আলোচনায় ‘চরমপন্থা’র উত্থান এবং ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতনের’ প্রসঙ্গ উঠে আসে। তখন প্রধান উপদেষ্টা ভারতীয় পক্ষকে সোশ্যাল মিডিয়ার প্রচারণার বিপরীতে বাস্তবতা যাচাইয়ের আহ্বান জানান।
তিনি সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু অবস্থান নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হলো।
বৈঠককালে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৫ সালে ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের একটি ছবিও উপহার দেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
টিআর/আরএইচ