ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ স্বর্ণের বার ফেলে ভারতে দৌড়ে পালালেন পাচারকারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
১০ স্বর্ণের বার ফেলে ভারতে দৌড়ে পালালেন পাচারকারী  মুন্সীপুর বিওপির টহল দলের সদস্যরা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করে ভারতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা।  

ধাওয়া খেয়ে তিনটি প্যাকেট ফেলে ভারতের দিকে দৌড়ে পালায় সেই ব্যক্তি।

সেই তিন প্যাকেট খুলে পাওয়া যায় ১০টি স্বর্ণের বার।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মুন্সীপুর সীমান্তের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্বর্ণ পাচারকারীকে ধরতে পারেনি বিজিবির মুন্সীপুর বিওপির টহল দল।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  

তিনি বলেন, ওই ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার করছিলেন। বিজিবির ধাওয়ায় স্কচটেপ মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যান পাচারকারী। এসব প্যাকেটে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা।

স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং দামুড়হুদা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৮৭ লাখ ৯৭০ টাকা
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।