ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে গিয়ে বাইক খোয়ালেন পুলিশ কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আসামি ধরতে গিয়ে বাইক খোয়ালেন পুলিশ কর্মকর্তা

ময়মনসিংহ: ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহের নান্দাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর।  
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার পর্যন্ত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এএসআই  আলমগীর জানান,বুধবার বিকেলে তিনি মুশলী ইউনিয়নের চকমতি গ্রামের কেনু মাস্টারের বাড়িতে ওয়ারেন্ট তামিল ও মামলার অনুসন্ধানে যান। এ সময় নিজের নীল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৩৫-৭৭৮৫) আসামির বাড়ির সামনে রাখেন। কাজ শেষে প্রায় ১০  মিনিট পর ফিরে এসে তিনি দেখেন মোটরসাইকেলটি নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. উবায়দুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। মোটরসাইকেলটির সন্ধানে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।