ঢাকা: দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই উপদেষ্টার ঘনিষ্ঠ সাবেক সহকর্মী ও এক রাজনৈতিক নেতাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলব করা ব্যক্তিরা হলেন- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও সাবেক এপিএস মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীর।
বৃহস্পতিবার (১৫ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কেনাকাটায় অনিয়ম, বদলি–বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনাকে ঘিরে কমিশন–বাণিজ্যে’ অভিযোগে তাদের তলব করা হয়েছে।
এসএমএকে/এমজে