ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মে ১৫, ২০২৫
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩ অভিযানে গ্রেপ্তাররা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে পেশাদার ছিনতাইকারী, চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।



গ্রেপ্তাররা হলেন- শাকিল (২৬), মমিনুল (২৬), রাব্বি (১৯), আমান (১৮), আতিক (২৫), সোহেল (২৩), রাইসুল (২২), রাসেল (৩৪), আবদুল করিম (৩১), সোহেল রানা (২৭), বিল্লাল (২৩),  রবিউল (২৪) ও জলিল (৪৪)।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমানজানান, গত বুধবার (১৪ মে) অভিযানে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, চোর, ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএমআই/জেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।