ঢাকা: রাজধানীর ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধে খাল ও লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এ লক্ষ্যে পহেলা জুন থেকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকরা প্রতিবেদন প্রদান ও কর্মপরিকল্পনা অনুযায়ী খালের এলাকা নির্ধারণী সভায় এসব কথা তিনি বলেন।
প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রে কাজ করবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, কর্ম পরিকল্পনা অনুযায়ী রামপুরা খাল নিয়ে কাজ করবে গ্রিন ভয়েস, আব্দুল্লাহপুর খাল নিয়ে কাজ করবে ওএবি ফাউন্ডেশন (আরএসডিবি) এইরূপ ৩৩টি খালের নির্দিষ্ট স্থানকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে ব্রাইটার্স, হিউম্যান সেফটি ফাউন্ডেশন, ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান), স্মৃতি সরকার, দক্ষিণখান ওয়েলফেয়ার সোসাইটি, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আলোকিত করি আমরা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বন্টন করেন। এ বিষয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সাথে আগামী সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ সানজিদা হক প্রমুখ।
এমএমআই/এমএম