ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুলাউড়া সীমান্তে বিএসএফের পুশইন করা ১৪ জন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, মে ১৫, ২০২৫
কুলাউড়া সীমান্তে বিএসএফের পুশইন করা ১৪ জন আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বাংলাদেশে পুশইন (অনুপ্রবেশ) করানো ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে নারী-পুরুষ ও শিশু-কিশোর রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার মুরইছড়া ১৮৪২ নম্বর মূল সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে এই ১৪ জনকে পুশইন করে বিএসএফ। সীমান্তে ঘোরাঘুরি করার সময় মুড়াইছড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবির মুড়াইছড়া সীমান্ত ফাঁড়ির (ক্যাম্প) কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে সীমান্তে বিজিবির টহলদল ১৪ জনকে ঘোরাফেরা করতে দেখে আটক করে।

আটকরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের আবদুল জলিল (৪৮), তার ছেলে কাজল (১১), মীম (১৯) ও তার চার মাস বয়সী শিশু সন্তান মমিন।

আটক অন্যরা হলেন—জরিনা খাতুন (৬৫), কাজলি বেগম (৩০), হাবিব মিয়া (২৩), ইছা মিয়া (২০), আলপিনা বেগম (১৮), আফসানা বেগম (১৮), শাহিনা বেগম (৭), এক বছরের শিশু হালিমা, মফিজুল ইসলাম (৪৫), মল্লিকা বেগম (৪০)।
 
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি সূত্র জানায়, কাজের সন্ধানে তারা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে বিএসএফ তাদের আটক করে। আজ ভোরে মুড়াইছড়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ১৮৪২ নম্বর মূল সীমান্ত খুঁটি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরিচয় জানা যায়।

বিজিবির ক্যাম্প কমান্ডার গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।